ক্র: নং | প্রদেয় সেবা | সেবা গ্রহীতা | কার্য্যা সম্পাদনের সময় |
০১. | সরকারী খরচে কারিগরী ও পেশা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা, জনগনের মৌলিক সেবা নিশ্চিত করা। | উপজেলা সাধারন বেকার, দরিদ্র নারী পুরুষ | জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে প্রাপ্ত নির্দেশিকা অনুযায়ী |
০২. | সমাজের তৃনমূল পর্যায় হতে শিক্ষিত/ অল্প শিক্ষিত/ বেকার নারী পুরুষদের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা ও প্রশিক্ষণে প্রেরণ করা। | উপজেলা সাধারন বেকার, দরিদ্র নারী পুরুষ | জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে প্রাপ্ত নির্দেশিকা অনুযায়ী |
০৩. | দরিদ্র সদস্য/ সদস্যাদের ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি, চিকিৎসা ও মেয়ের বিবাহ জনিত কারনে আর্থিক সাহায়ের ব্যবস্থা করা। | প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/ সদস্যাদের জন্য | সদস্য সদস্যাদের আবেদনের প্রেক্ষিতে |
০৪. | নারী নির্যাতন, যৌতুক, নারী পাচার, মাদক, চোরাচালান, জন্ম নিয়ন্ত্রন, এইডস্, মহামারী সরকারী সার্কুলার, সেবা মুলক তথ্য দরিদ্র জন গোষ্ঠির দোর গোড়ায় পৌছে দেয়া। | উপজেলার সকল প্রাপ্ত বয়স্ক সাধারন বেকার, দরিদ্র নারী পুরুষ | বিভিন্ন সভা সেমিনার মাসিক মিটিং ও গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ ক্লাসে উল্লেখিথ বিষয় সমূহ অন্তর্ভূক্ত করে। |
০৫. | তথ্য প্রদান/ সরবরাহ | নিজ | উপজেলা কার্যালয়েল মাসিক মিটিং, সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ ও বিভিন্ন এনজিও সংস্থার সাথে সম্বনয় পূর্বক |
০৬ | নির্বাচনী কাজে সহযোগীতা প্রদান | জনগণ | নির্বাচনী সময়মত |
০৭ | দূর্যোগ ব্যবস্থাপনা | জনগণ | দূযোর্গকালীন সময় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস